নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী চাটখিলে করোনা উপসর্গ নিয়ে ফিরোজাা বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
চাটখিল প্রশাসন সূত্রে জানা যায়, নিহত ফিরোজা বেগমের বাড়ি চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ব্যাপারি বাড়ি। শনিবার রাত সাড়ে এগারোটায় তিনি শ্বাসকষ্ট, কাশি,সর্দি ও ডায়াবেটিস নিয়ে মারা যান। মত্যুর পর তার নমুুুুনা সংগ্রহ করে চট্টগ্রাম আইইইউডিআরসিতে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম জানান, রাতে মৃত্যুর সংবাদ পাওয়ার পর নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে তার করোনা উপসর্গ মনে হচ্ছে। তবে তার নমুনা পরীক্ষার পর চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে। ঐ বাড়িটি লকডাউন করা হয়েছে।
Leave a reply