জাপানের দ্বীপে ৬.৯ মাত্রার ভূমিকম্প

|

৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের ওগাসাওয়ারা দ্বীপে। শনিবার রাতে রাজধানী টোকিও থেকে দক্ষিণে অবস্থিত এই দ্বীপে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পে পুরো দ্বীপটি কেঁপে উঠলেও বড় ধরনের কোনো ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামিরও কোনো সতর্কতা জারি করা হয়নি। খবর এপির।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার রাতে জাপানে আঘাত করা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এটির উৎপত্তি জাপানের শিজোউকা নামক এলাকা থেকে ৮৮৫ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশে।

শিজোউকা নামক এলাকাটি ভূকম্পন অনুভূত এলাকা ওগাসাওয়ারা দ্বীপ থেকে পশ্চিমে অবস্থিত।

ওগাসাওয়ারা নামক ওই দ্বীপটি জাপানে বনিন দ্বীপপূঞ্জ নামেও পরিচিত। এটি ইউনেস্কোর তালিকাভুক্ত একটি পর্যটন এলাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply