খালেদার আইনজীবীদের দ্রুত যুক্তিতর্ক উপস্থাপনের তাগিদ আদালতের

|

দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন দ্রুত শেষ করতে মৌখিক নির্দেশ দিয়েছেন আদালত। আজসহ মোট ৮ দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন খালেদা জিয়ার তিন আইনজীবী।

বুধবার সকালে, বকশিবাজারের বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাজির হলে আদালত এই আদেশ দেন। এর আগে, বেলা পৌণে বারোটার দিকে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন। আজ বিকেল চারটা পর্যন্ত যুক্তিতর্ক শুনবেন আদালত।

খালেদা জিয়াকে কাল সকাল দশটার মধ্যে আবারো, আদালতে হাজির হতে হবে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার পক্ষে নবম দিনের মতো যুক্তি উপস্থাপন করবেন তার আইনজীবী। খালেদা জিয়ার পক্ষে এখন পর্যন্ত মোট ৩ জন আইনজীবী শুনানি করেছেন। বাকী আছে আরও দু’জন।

আরও দেখুন: খালেদার মামলার গতি নিয়ে রিজভীর সংশয়

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply