বাংলাদেশে এখন পর্যন্ত ৫২টি জেলায় করোনাভাইরাস ছড়িয়েছে। এখনো ১২টি জেলায় সংক্রমণ হয়নি বলে আইইডিসিআরের তথ্য বলছে।
জেলাগুলো হলো- খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, নওঁগা, নাটোর, ভোলা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, জয়পুরহাট।
সরকারি হিসাব অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ৫২টিতেই করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে।
ঢাকা বিভাগ : ঢাকা সিটিতে ৮৪৩ জন শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা জেলায় ৩৪, নারায়ণগঞ্জ ৩০৯, গাজীপুর ১৬১, কিশোরগঞ্জ ৫৪, মাদারীপুর ২৫, মানিকগঞ্জ ৬, মুন্সীগঞ্জ ৩৩, নরসিংদী ৯৩, রাজবাড়ী ৭, ফরিদপুর ৪, টাঙ্গাইল ৯, শরীয়তপুর ৭, গোপালগঞ্জ ২১।
চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রাম ৩৮, কক্সবাজার ১, কুমিল্লা ১৭, ব্রাহ্মণবাড়িয়া ১০, লক্ষ্মীপুর ১৮, বান্দরবান ১, নোয়াখালী ৩, ফেনী ১, চাঁদপুর ৮।
সিলেট বিভাগ : মৌলভীবাজার ২, সুনামগঞ্জ ১, হবিগঞ্জ ১, সিলেট ৩।
রংপুর বিভাগ : রংপুর ৪, গাইবান্ধা ১২, নীলফামারী ৯, লালমনিরহাট ২, কুড়িগ্রাম ২, দিনাজপুর ৯, পঞ্চগড় ১, ঠাকুরগাঁও ৫।
খুলনা বিভাগ : খুলনা ১, যশোর ১, বাগেরহাট ১, নড়াইল ২, চুয়াডাঙ্গা ১।
ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ ১৯, জামালপুর ১৭, নেত্রকোনা ১২, শেরপুর ১১।
বরিশাল বিভাগ : বরগুনা ৯, বরিশাল ১৮, পটুয়াখালী ২, পিরোজপুর ৪, ঝালকাঠি ৩।
রাজশাহী বিভাগ : জয়পুরহাট ২, পাবনা ১, বগুড়া ১ ও রাজশাহীতে ৪।
Leave a reply