দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। শনাক্ত হয়েছে ৩১২ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৬ জন, মোট মারা গেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন আরও ৯ জন।
আজ রোববার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৪০ হাজার ৫১৯ জন। আর মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৮৯৬ জন। সুস্থ হয়েছেন ৬ লাখ ৭০৩ জন।
Leave a reply