করোনা দুর্যোগে নিষেধাজ্ঞা অমান্য করে, ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে যাত্রী নিয়ে সিলেট যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শনিবার বিকালে ঢাকা থেকে প্রায় ৫০ যাত্রী নিয়ে সিলেটে পৌছায় ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি। ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান জানান, রেলকর্মীদের বেতন দিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ ২০ জনের একটি দল ট্রেনে সিলেটে যায়। এদের মধ্যে কেউ সাধারণ যাত্রী ছিল না বলে দাবি তার।
এদিকে, ট্রেনে যাওয়া আট জন ঢাকায় ফিরে এসেছে বাকি ১২ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।
Leave a reply