খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আজ গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার রাতে ভর্তি হয়েছিলেন। এই তথ্য নিশ্চিত করেছেন ওয়ার্ডের ফোকালপার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
তিনি জানান, পিরোজপুরের জিয়ানগরের বাসিন্দা মধ্য বয়সী গৃহবধূ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। আজ বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
অপরদিকে শনিবার খুলনা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপকের দেহে করোনা সনাক্ত হয়। কলেজের গেস্ট হাউজে থাকা এই চিকিৎসকের সংস্পৃশে আসা ২৫ জন ডাক্তারের নমুনা সংগ্রহ করে আজ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
Leave a reply