রাজবাড়ীর পাংশায় ৪ হাজার কেজি সরকারি চাল উদ্ধার

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা পৌর এলাকার বাঁশআড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের আব্দুর রাজ্জাকের দোকান থেকে ৪ হাজার ২০ কেজি (১৩৪ বস্তা) সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় দোকানের মালিক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।

রোববার দুপুর আড়াইটার দিকে এসব চাল উদ্ধার করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা পৌর এলাকার বাঁশআড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের আব্দুর রাজ্জাকের দোকান থেকে থেকে ৪ হাজার ২০ কেজি (১৩৪ বস্তা) সরকারি চাল উদ্ধার করা হয়। এ সময় দোকান মালিক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, চাল চুরির সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply