চলে গেলেন ‘টম অ্যান্ড জেরি’ পরিচালক

|

জনপ্রিয় কার্টুন সিরিজ ‘টম অ্যান্ড জেরি’ ও ‘পপাই’ এর পরিচালক জেইন ডিচ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। গত বৃহস্পতিবার চেক রিপাবলিকের রাজধানী প্রাগে নিজ বাসভবনে মারা যান তিনি।

জেইন ডিচ উত্তর আমেরিকার বিমানবাহিনীর নকশাকার হিসেবে কাজ করতেন। এ ছাড়া তিনি সামরিক বাহিনীতে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। স্বাস্থ্যগত কারণে ১৯৪৪ সালে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি শিল্পজগতে প্রবেশ করেন এবং কার্টুনিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু হয়।

১৯৫৮ সালে ‘সিডনিস ফ্যামিলি ট্রি’ ছবির জন্য তিনি অস্কার মনোনয়ন পেয়েছিলেন। তবে অস্কার জিতে নেন ১৯৬০ সালে সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মুনরো’র জন্য। ১৯৬৪ সালে তিনি ‘হিয়ারিজ নাদনিক’ ও ‘হাউ টু অ্যাভয়েড ফ্রেন্ডশিপ’ ছবি দুটির জন্যও মনোনয়ন পান।

জেইন ডিচ ‘টম অ্যান্ড জেরি’ কার্টুন সিরিজের আট জন পরিচালকের মধ্যে একজন ছিলেন। ‘টম অ্যান্ড জেরি’ কার্টুনের ১৩ পর্ব পরিচালনা করেছিলেন তিনি। এই প্রজেক্টের সঙ্গে ১৯৬১-৬২ মৌসুমে কাজ করেছিলেন তিনি। এছাড়া ‘পাপাই দ্য সেইলর’ কার্টুন সিরিজের কিছু পর্বও পরিচালনা করেছেন এই নির্মাতা। এসব ছাড়াও টেলিভিশনের জন্য ‘ক্রেজি ক্যাট’ ও ‘দ্য ব্লাফারস’ সিরিজ তৈরি করেছেন তিনি।

সূত্র: ইউনিল্যাড


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply