মেয়েকে বক্সিং শেখাচ্ছেন ওয়ার্নার

|

ঘরে থাকুন। সুস্থ থাকুন। এটাই এখন পৃথিবীর সবচেয়ে চালু স্লোগান। ডেভিড ওয়ার্নার অন্য গ্রহের বাসিন্দা নন যে, তা অগ্রাহ্য করবেন।

অনেক খেলোয়াড়ের মতো তিনিও অবরুদ্ধ থাকার সময় সামাজিক যোগাযোগের মাধ্যমকে নিজের ঘর-বাড়ি বানিয়ে ফেলেছেন। মজার ভিডিও পোস্ট করে ভক্তদের আমোদিত করছেন।

তাকে দেখা যাচ্ছে বলিউডের তুমুল জনপ্রিয় গান ‘শিলা কি জওয়ানি’র তালে তালে নাচতে। ওয়ার্নার অবশ্য একা নন, তার মেয়েও যেন হতে চাইছেন ক্যাটরিনা কাইফ।

এই ভিডিওভক্তদের প্রচুর আনন্দ দেয়ার পরেরদিন ইনস্টাগ্রামে আরও ভিডিও পোস্ট করলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান।

তাতে দেখা যায়, মেয়েকে বক্সিং শেখাচ্ছেন ওয়ার্নার। অন্দরমহলে অন্তরীণ থেকেও কত কিছু করা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply