নোয়াখালী প্রতিনিধি
সরকারের জেলেদের মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নোয়াখালীর সদর উপজেলার আন্ডরচর ও সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে কয়েকশ জেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার ও মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষীতে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলেরা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান জেলে প্রতি সরকারি বরাদ্ধের ২ মাসের জন্য ৮০ কেজি চাল দেয়ার কথা থাকলেও জন প্রতি দিচ্ছেন ১৩ থেকে ১৫ কেজি। জেলেরা প্রতিবাদ করলে আন্ডারচর ইউনিয়ন চেয়ারম্যান আলি হায়দার বকশির ছেলে মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করে। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পরে পুলিশ এসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
Leave a reply