বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোসলেউদ্দিন ভারতে: আনন্দবাজার

|

আব্দুল মাজেদের মতো বঙ্গবন্ধুর আরেক খুনি, মোসলেউদ্দিন ভারতের পশ্চিমবঙ্গে পলাতক রয়েছে। গোয়েন্দা সূত্রের বরাতে এমন খবর দিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।

জিজ্ঞাসাবাদে খুনি মাজেদও এমন তথ্য দিয়েছে বলে দাবি, পত্রিকাটির। তবে বরখাস্ত রিসালদার মোসলেউদ্দিনের বর্তমান অবস্থান নিশ্চিত করা হয়নি প্রতিবেদনে।

সূত্রের বরাতে দাবি করা হয়, মাজেদের তথ্যের ভিত্তিতে এরইমধ্যে আটক করা হয়েছে মোসলেউদ্দিনকে। সীমান্ত দিয়ে তুলেও দেয়া হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। তবে, বিষয়টি নিশ্চিত করেনি কেউ। আবার, মোসলেউদ্দিনের গা ঢাকার খবরও দিয়েছে কিছু সূত্র।

আনন্দবাজার বলছে, উত্তর চব্বিশ পরগনায় ইউনানী চিকিৎসক সেজে অবস্থান করছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোসলেউদ্দিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply