রয়টার্সের আটক দুই সাংবাদিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিয়ানমারের পুলিশ। বুধবার তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় তথ্য চুরির অভিযোগ আনা হয়। অভিযোগ দায়েরের পর আদালতের শুনানির জন্য নেয়া হয় ওয়া লোন এবং চ্যাও সো নামের ঐ দুই সাংবাদিকে। পরে পুলিশ হেফাজতে নেয়া হয় তাদের। অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাদের। রাখাইনে রোহিঙ্গা নিপীড়ন ইস্যুতে সংবাদ সংগ্রহের সময় আটক হন তারা। কর্তৃপক্ষের অভিযোগ, সাংবাদিকদের সংগৃহীত কিছু নথি নিয়ে আপত্তি জানায় সুচি প্রশাসন। দুজন পুলিশ কর্মকর্তাকে ঘুষ দিয়ে এমন কিছু সংগ্রহ করতে চেয়েছিলেন তারা যা রাষ্ট্রীয় নিপীড়নের জন্য ক্ষতিকর। অবশ্য বিচারিক প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করছে আন্তর্জাতিক মহল। অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছে মানবাধিকার সংস্থাগুলো।
Leave a reply