একনজরে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সবশেষ তথ্য।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায়১ লাখ ৭৫ হাজার; আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৮১ হাজার ২৮৭জন। নতুনভাবে সংক্রমিত ৭৪ হাজার ৭১২ জন। ২৪ ঘণ্টায় মারা গেলেন ৫ হাজার ৪০৫ জন।
একদিনে যুক্তরাষ্ট্রে মারা গেলেন ১ হাজার ৯ শত ৩৯ জন। দেশটিতে মোট প্রাণহানি প্রায় ৪৩ হাজার । নতুনভাবে আরও ২৮ হাজারের বেশি সংক্রমিত; মোট আক্রান্ত ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন।
স্পেনে মৃতের সংখ্যা প্রায় ২১ হাজার। আক্রান্ত ২ লাখ ২১০ জন। নতুন সংক্রমিত ১ হাজার ৫৩৬ জন। একদিনে প্রাণহানি প্রায় ৪শ।
ইতালিতে একদিনে ৪৫৪ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা ২৪ হাজার ১শ ১৪ জন। আক্রান্ত প্রায় ১ লাখ ৮১হাজার ২২৮ এর মতো। নতুনভাবে আরও প্রায় আড়াই হাজারের মতো শনাক্ত।
ফ্রান্সে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ২৬৫ জন। একদিনে প্রাণ গেছে আরও ৫৪৭। নতুনভাবে সংক্রমিত প্রায় ২হাজার ৫শ । মোট আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ৩৮৩ ।
ব্রিটেনে নতুনভাবে মারা গেলেন ৪৪৯ জন। এ নিয়ে প্রাণহানির সংখ্যা ১৬ হাজার ৫শ ৯জন। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ২৫ হাজার। নতুনভাবে সংক্রমিত হয়েছে ৪ হাজার ৬৭৬।
Leave a reply