গোপালগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

|

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তার মুত্যু হয়।
বান্ধাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত আলী গোলদার বলেন, ওই যুবক কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছে। গত রাত ৩টার দিকে তার প্রচুর শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ এবং পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আশ-পাশের বাড়ির লোকদেরকে তাদের সংস্পর্শে না যেতে বলা হয়েছে। বাড়িটি লগডাউন করা হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এর আগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৩ নারীর করোনা নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আইইডিসিআর থেকে পাঠানো রিপো্র্টে তাদের শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া য়ায়নি। এছাড়া বাকি ২ জনের নমুনা রিপোর্ট এখনো পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply