Site icon Jamuna Television

কমলো সুস্থ হওয়া রোগী, আজ সুস্থ ২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী সুস্থ হয়েছেন ২ জন। এর আগে গতকাল সোমবার সুস্থ হয়েছিলো ১০ করোনা আক্রান্ত রোগী। এ নিয়ে দেশে মোট ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৩৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট ১১০ জনের মৃত্যু ও ৩ হাজার ৩৮২ জন আক্রান্ত হলেন।

মঙ্গলবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

Exit mobile version