Site icon Jamuna Television

করোনার মধ্যেই ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী

করোনার মধ্যেই ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

আজ মঙ্গলবার সকালে ঢাকা উত্তর সিটির বিভিন্ন খাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান তিনি।

তিনি বলেন, মহামারী করোনার মধ্যেই মশা নিধনে কাজ করতে হবে। সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন জায়গায় চাল চুরির বিষয়ে তাজুল ইসলাম বলেন, কোন জনপ্রতিনিধি যদি চাল চুরি করে এবং তা প্রমাণ হলে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা।

পরিদর্শনে থাকা ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, গতবারের ডেঙ্গুর ভয়াবহতার জন্য এবারে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে সিটি কর্পোরেশন। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আরো সচেতন হওয়ার আহবান জানান মেয়র।

Exit mobile version