Site icon Jamuna Television

মৃত্যু ব্যক্তির কার্ড দিয়ে চাল উত্তোলন, মেম্বারকে লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের এক মেম্বারকে ৭টি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড নিজের কাছে রাখায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই জরিমানা করেন। এ সময় তার কাছ থেকে ৭ টি কার্ড উদ্ধার করা হয়। কার্ডধারী সকলেই মৃত্যুবরণ করেছেন।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার ছানোয়র মৃত সাতজন ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলন করার চেষ্টা করছিল। আমরা তাকে আটক করি। এই কার্ড গুলোর মালিক সকলেই মারা গেছে। নিয়ম অনুযায়ী কার্ডগুলো আমাদের কাছে জমা না দিয়ে নামে বেনামে চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছিল।

তিনি আরও বলেন, আজ মোবাইল কোর্টের মাধ্যমে একলাখ টাকা জরিমানা করেছি সেই সাথে তার মেম্বারশিপ বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

Exit mobile version