জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন করে আরও একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাত ৯টায় করোনা শনাক্তের কথা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা । এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল চারজনে।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো নমুনার মধ্যে আজ পাঁচবিবি উপজেলার আরো একজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ব্যক্তির বয়স ৪৩ বছর। আক্রান্ত ব্যক্তিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশনে রাখা হবে বলে জানান তিনি। আক্রান্ত রোগীকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে কালাই উপজেলার জিন্দারপুর গ্রামে প্রথম দুইজন ও পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামে একজন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট চারজন আক্রান্ত হলেন। আগের আক্রান্ত তিনজনকেও আইসোলেশনে রাখা হয়েছে। উল্লেখ্য, আক্রান্তরা নারায়ণগঞ্জ থেকে জয়পুরহাট এসেছিল।
Leave a reply