শরীয়তপুরে নতুন করে করোনা আক্রান্ত ৩

|

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে নতুন আরও তিন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই ব্যক্তি বাড়ি ডামুড্যা উপজেলায়। অপর জনের বাড়ি নড়িয়া উপজেলায়। এ নিয়ে শরীয়তপুরে মোট করোনা আক্রান্ত ১০ জন।বিষয়টি নিশ্চিত করেছেন জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন সমন্বয়ক ডা: আবদুর রশিদ।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ওই তিন ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরএ পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাত ১১টায় আইইডিসিআর এর নমুনার ফলাফল পাওয়া যায়। এতে তার দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। ডামুড্যা উপজেলায় এ নিয়ে তিন ব্যক্তি এবং নড়িয়া উপজেলায় দুই ব্যক্তি আক্রান্ত হয়েছেন।

এর আগে শরীয়তপুর সদর উপজেলায় একই পরিবারের তিন জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। এছাড়া জাজিরা উপজেলায় আরও দুইজন করোনা রোগী পাওয়া গেছে। ৪ এপ্রিল নড়িয়া উপজেলার ৯০ বছর বয়সী এক ব্যক্তি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ১০৮টি যার মধ্যে ৯৮টি নেগেটিভ। করোনা বিস্তার রোধে ১৫ এপ্রিল থেকে শরীয়তপুরে লকডউন চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply