করোনাভাইরাস নিয়ে মিথ্যাচারের অভিযোগে চীনের বিরুদ্ধে মামলা

|

করোনাভাইরাস নিয়ে মিথ্যাচারের অভিযোগে চীনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের রাজ্য মিসৌরি। বিবিসি

মিসৌরির অ্যাটোর্নি জেনারেল এরিক শ্মিট বলেছেন, “চীনা সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এই ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। যারা সতর্ক করার ছিল তাদের মুখে কুলুপ এটে দিয়েছে। এই রোগটি থামাতে তারা সাহায্য করেনি।”

মানুষের জীবন, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতিপূরণ চাওয়া হবে এই মামলায়। মিসৌরি কর্তৃপক্ষ বলছে এটা ঐতিহাসিক একটি আইনী পদক্ষেপ।

চীন অবশ্য বেশ শক্তভাবে অস্বীকার করছে এসব অভিযোগ। চীনের অবশ্য দুশ্চিন্তার খুব বেশি কিছু নেই। যুক্তরাষ্ট্রের কোর্টগুলোতে আইন অনুযায়ী বিদেশি কোনো সরকার সুরক্ষিত। যদি চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয় তবেই বেইজিং থেকে উত্তর দেয়ার বাধ্যবাধকতা থাকবে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প চীনের প্রতি সন্দেহ পোষণ করে বলেন চীন যেভাবে এই ভাইরাস সামলেছে সেটা পরিষ্কার না।

যদিও ট্রাম্প প্রাথমিকভাবে চীনের প্রশংসা করে। পরবর্তীতে যখন আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ হয় তখন ট্রাম্প মতবদল করেন।

আমেরিকা করোনাভাইরাসের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ এখন পর্যন্ত। যেখানে আট লাখের বেশি মানুষ আক্রান্ত। প্রায় ৪৫ হাজার মানুষ মারা গেছেন।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টম গিন্সবার্গ বলেন, “যুক্তরাষ্ট্র সরকার অনেক ভুল করেছে। সেখানে এখন চীনের দিকে আঙ্গুল তোলা নিজেদের ভুল ঢাকারও একটা চেষ্টা।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply