প্যারাগুয়ের হ্রদে বিশাল পদ্ম : হুমড়ি খাচ্ছেন পর্যটকরা

|

বিশালাকার পদ্ম ফুটেছে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ের এক লোনা পানির হ্রদে। খুব সম্প্রতি স্থানীয়দের নজরে আসে নিভৃতে ফুটে থাকা এসব পদ্ম। তারপর থেকেই পর্যটক উপচে পড়ছে এই হ্রদে।

পদ্মগুলোর ব্যাস প্রায় ৫ ফুট। স্থানীয়রা একে বলছে কুমির পদ্ম। যার বৈজ্ঞানিক নাম “ ভিক্টোরিয়া ক্রুজ়িয়ানা”। পদ্মপ্রেমী পর্যটকরা আসছেন, হ্রদে উপভোগ করছেন নৌবিহার। তাতে স্থানীয়দের ব্যবসাটাও বেশ জমে উঠেছে।

বিরল প্রজাতির এই পদ্মের বেশ কিছু ভেষজ গুনও রয়েছে। এ থেকে তৈরী চা এজমা ও ব্রঙ্কাইটিসের উপশম করে। কতৃপক্ষ অবশ্য জায়গাটির পর্যটন দিকটির দিকেই গুরুত্ত্ব দিচ্ছে। যে কারণে নিষিদ্ধ করা হয়েছে এই পদ্মের বাণিজ্যিক চাষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply