দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৯০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন, মোট মারা গেছেন ১২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৯২ জন।
আজ বুধবার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
গতকাল মঙ্গলবার দেশে ৪৩৪ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৯ জনের মৃত্যু হয়।
২১ এপ্রিলের হিসেব অনুযায়ী দেশে মারা গেছেন ১১০ জন। এরমধ্যে রাজধানীতেই মারা গেছেন ৫৩ জন। এই পরিসংখ্যানে দেখা যায় দেশের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর প্রায় অর্ধেকই রাজধানীর। এর মধ্যে শুধু পুরান ঢাকাতেই ২৫ জনের মৃত্যু হয়েছে।
Leave a reply