রংপুরে সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তার করোনা উপসর্গে লেনদেন সাময়িক স্থগিত ঘোষণা

|

মহানগরীর সোনালী ব্যাংক লিমিটেড বাজার শাখায় সাত কর্মকর্তা করোনা উপসর্গে অসুস্থ হওয়ায় ব্যাংকের লেনদেন সাময়িকভাবে স্থগিত ঘোষণা

স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুর মহানগরীর সোনালী ব্যাংক লিমিটেড বাজার শাখায় সাত কর্মকর্তা করোনা উপসর্গে অসুস্থ হওয়ায় ব্যাংকের লেনদেন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। ৪ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে।

বাজার শাখার ব্যবস্থাপক নাজমা জেসমিন জানান, ১৯ এপ্রিল হঠাৎ করেই ব্যাংকের ১৩ জন অফিসার কর্মচারীর মধ্যে সাতজন জ্বর সর্দি কাশি গলাব্যথাসহ বিভিন্ন করোনা উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে একজন প্রিন্সিপাল অফিসার, দুইজন সিনিয়র অফিসার এবং একজন খণ্ডকালীন ঝাড়ুদার এর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। কাল অথবা পরশু ফলাফল পাওয়া যাবে বলে। এ ঘটনায় ব্যাংকের লেনদেন সহ সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

এদিকে ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। রিপোর্ট আসার পর ব্যাংকটি খোলা বা না খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply