প্রথমবারের মতো সরাসরি মানবদেহে করোনাভাইরাস প্রতিরোধী কার্যকর ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিয়েছে জার্মানির ভ্যাকসিন নিয়ন্ত্রক সংস্থা। বুধবার এক বিবৃতিতে এ কথা জানান কোম্পানির নিয়ন্ত্রক।
মহামারী প্রতিরোধে তৈরি করা বিশ্বে এটি চার নম্বর পরীক্ষা।জার্মান বায়োটেক কোম্পানি বায়োনটেক এ ভ্যাকসিন উদ্ভাবন করে।
তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানায়, প্রাথমিক পর্যায়ে সুস্বাস্থ্যের অধিকারী ২০০ জনের ওপর এটি প্রয়োগ করা হবে। যাদের বয়স ১৮-৫৫ বছর। দ্বিতীয় পর্যায়ে অন্যদের সঙ্গে এই রোগে যাদের ঝুঁকি বেশি তাদের ওপর প্রয়োগ করা হবে। বায়োনটেক জানায়, ফার্মা জায়ান্ট ফাইজারের সঙ্গে যৌথভাবে এটি তারা তৈরি করেছে। এর নাম দেয়া হয়েছে বিএনটি১৬২।
যুক্তরাষ্ট্রে এই ভ্যাকসিনের পরীক্ষা করার পরিকল্পনা করা হয়েছিল।একবার মানবদেহে পরীক্ষার জন্য কর্তৃপক্ষ অনুমতি দিয়েছিল।
ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাস দেখা দেয়। এর পর ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। ইতিমধ্যেই এ ভাইরাসটিতে ২৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর এতে সংক্রুমিত হয়ে মারা গেছেন পৌনে দুই লাখ মানুষ।
Leave a reply