রংপুরে আয়া আক্রান্ত, মা ও শিশু হাসপাতাল লকডাউন

|

স্টাফ রিপোর্টার:

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের পরীক্ষা করে বুধবার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগের আট জেলায় ১ হাজার ৬৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হলো।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার এ কে এম নূর-উন-নবী লাইজু জানিয়েছেন রমেকে বুধবার ৯৪ টি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে কোভিড-১৯ পাওয়া যায়। এরা হলেন রংপুর মহানগরীর শালবন মিস্ত্রীপাড়া কুড়িগ্রামের রৌমারি এবং গাইবান্ধার সাঘাটায় একজন করে শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, এ নিয়ে বিভাগের ৬১ করোনা পজেটিভ ব্যক্তির মধ্যে রংপুরে ৮, গা্ইবান্ধায় ১২, লালমনিরহোটে ২, কুড়িগ্রামে ৪, নীলফামারীতে ৯, ঠাকুরগাঁওয়ে ৭, দিনাজপুরে ১৫ এবং পঞ্চগড়ে ২ জন।

রংপুর সিভিল সার্জন হিরোম্ব কুমার রায় জানিয়েছেন, রংপুর মহানগরীর শালবন মিস্ত্রীপাড়া একজন ৩৫ বছর বয়সী নারী করোনা আক্রান্ত হয়েছেন । তিনি রংপুর সদর মা ও শিশু হাসপাতালের অপারেশন থিয়েটারে আয়া। ওই নারীর বাড়িসহ আশেপাশের সবকটি বাড়ি এবং সদরে অবস্থিত মা ও শিশু হাসপাতাল লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও হাসপাতালে কর্মরত সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইন এ নেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply