টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হতে পারে বৃহস্পতিবার!

|

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান বলেছেন, আগামীকাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাটি খুবই গুরুত্বপূর্ণ। এই সভায় অনেক বিষয়ের সিদ্ধান্ত আসতে পারে।

করোনাভাইরাসের কারণে আইপিএল স্থগিত, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। তার আগে এশিয়া কাপ।

কিন্তু পরিস্থিতি যা তাতে কোনো খেলারই সম্ভাবনা দেখা যাচ্ছে না। সে জন্যই বৃহস্পতিবারের আইসিসির সভাটিকে খুবই গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

এ ব্যাপারে ওয়াসিম খান বলেছেন, এ পরিস্থিতিতে ক্রিকেটের ভাগ্য কী হবে! বিশ্বকাপ নির্ধারিত সময়ে হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। তাছাড়া দ্বিপাক্ষিক কিছু সিরিজও রয়েছে সেগুলো নিয়েও আলোচনা হতে পারে। তাই আমি মনে করছি আগামীকালের সভাটি অর্থবহ হবে।

ওয়াসিম খান আরও বলেন, করোনাভাইরাসের কারণে ক্রিকেট এখন হুমকির মধ্যে পড়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।

সূত্র: দ্য ডন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply