সতীর্থদেরই হত্যার হুমকি দিয়েছিলেন ইব্রাহিমোভিচ

|

ম্যাচে হেরে যাওয়ায় হতাশ হয়েই সতীর্থদের হত্যার হুমকি দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। তার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির মিডফিল্ডার জোয়াও পেদ্রো।

২০১৮ সালে মেজর সুপার লিগে শেষ ম্যাচে হারের পরে সুইডিশ মহাতারকা ইব্রাহিমোভিচ সতীর্থদের খুনের হুমকি দিয়েছিলেন।

পেদ্রোর বলেন, খেলা শেষ হওয়ার পর ইব্রাহিমোভিচের মেজাজ খুব খারপ হয়ে গেল। সে রীতিমতো সবাইকে ধমক দেয়ার পাশাপাশি গালমন্দ করতে থাকল।

পেদ্রোর আরও বলেন, সেদিন ইব্রাহিমোভিচ আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলেছিল, তোমরা কি এখানে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর জন্য এসেছ, নাকি হলিউডের ছবি দেখতে এসেছ? মনে রাখবে, আমার ব্যাংকে ৩০০ মিলিয়ন ডলার রয়েছে। আমি একটা দ্বীপেরও মালিক, তাই তোমাদের মতো ও সব আমার দরকার নেই। তোমাদের মধ্যে প্রথম যে হ্যাঁ বলবে আমি তাকে খুন করে ফেলব।

সেদিন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ঘরের মাঠে ২-০ গোলে এগিয়ে থেকেও হিউস্টন ডায়নামোর বিপক্ষে হেরে যায়।

সূত্র: আনন্দবাজার


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply