দক্ষিণ আফ্রিকায় লকডাউন কার্যকরে ৭০ হাজার সেনা মোতায়েন

|

করোনাভাইরাস বিস্তার রোধে লকডাউন কার্যকর করতে ৭০ হাজারের বেশি অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অতিরিক্ত এই সেনা মোতায়েনের ঘোষণা দেন। বিবিসি।

দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫৮ জন।

আফ্রিকা মহাদেশে আক্রান্তের হিসেবে দক্ষিণ আফ্রিকার অবস্থান মিশরের পরেই। দক্ষিণ আফ্রিকায় বিশ্বের সবচেয়ে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সেটি কার্যকর করতে লড়াই করে যাচ্ছে।

দেশটিতে ২৭শে মার্চ থেকে এই লকডাইন চলছে। স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আর্থিক সেবাদানকারী, ছাড়া আর কাউকে বের হতে দেয়া হচ্ছে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply