Site icon Jamuna Television

পুলিশ সদস্য করোনা আক্রান্ত, ২০ জন হোম কোয়ারেন্টাইনে

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার কুলাউড়ায় পুলিশ সদস্যসহ দুই জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনার ফলাফল জানার পর কুলাউড়া থানার ২০ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। আর উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের শনাক্ত নারীর বাড়িসহ ১২ বাড়ি লকডাউন করা হয়েছে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল হক জানান, বুধবার রাতে কুলাউড়া থানার একজন পুলিশ সদস্য ও উপজেলার ফরিদপুর গ্রামের ষাট বছর বয়সী এক নারীর ফলাফল করোনা পজেটিভ আসে। পুলিশ সদস্যকে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে আর ওই নারী নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন। তবে উভয়ের শারিরিক অবস্থা ভাল আছে। তাদের কাছে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানিয়েছেন, দুইজন আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর আক্রান্ত পুলিশ সদস্যের সংস্পর্শে আসা ২০ জন পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Exit mobile version