রোজায় খাদ্য ও সারের নিরবচ্ছিন্ন সরবরাহ রাখতে শিল্পমন্ত্রীর নির্দেশ

|

ফাইল ছবি: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন

রোজায় ভোক্তাদের খাদ্য নিশ্চিত, কৃষক পর্যায়ে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সকল সরকারি প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

আজ বৃহস্পতিবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ে রমজান খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ কর্ম-কৌশল নির্ধারণ সভায় তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের জণ্য করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে সব প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। উৎপাদিত পণ্যের বিক্রি, বাজারজাত করণের জন্য ই-কমার্সের মাধ্যমে পণ্য বিক্রয়ে এসএমই ফাউন্ডেশনকে নির্দেশ দেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, রোজায় চাহিদা কমে গেলেও প্রস্তুতি আগের মত আছে সরকারের। রোজায় বাজারের মনিটরিং যেন অব্যাহত থাকে তার ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রীর প্রণোদনায় কেউ স্বজনপ্রীতি, দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply