এক বছর পেছালো নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

|

নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের লোগো

এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ১ বছর পেছালো নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপ। ২০২১ সাল থেকে সরিয়ে ২০২২ সালে মাঠে গড়াবে ইউরোপীয় নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই।

উয়েফা এক্সিকিউটিভ কমিটি এ বিষয়ে একমত হয়েছেন যে, নারীদের ইউরো মাঠে গড়াবে ২০২২ সালের ৬ থেকে ৩১ জুলাই।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২০২০ সালের টোকিও অলিম্পিকের পর্দা উঠবে ১ বছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই। একই সময় শুরু হওয়ার কথা ছিল নারীদের ইউরো। তবে অলিম্পিকের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে নতুন এই তারিখ নির্ধারণ করেছে উয়েফা।

একই সাথে তারিখ নির্ধারণে গুরুত্ব পেয়েছে ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে কাতার ফুটবল বিশ্বকাপ। নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। যেখানে পুরুষদের ইউরো আসরের সেমি-ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply