ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ হাজার। মৃতের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ৭২১ জনে। শুধুমাত্র মহারাষ্ট্রেই কোভিড নাইনটিনে আক্রান্ত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ। আর মুম্বাইতে এই সংখ্যা চার হাজারের বেশি।
ভারতের অন্যতম বিপদজনক শহর হিসেবে বা হটস্পট হিসেবে মুম্বাইকে ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। একইসাথে এশিয়ার সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত ধারাভিকে নিয়েও বেশ শঙ্কা রয়েছে।
সেখানে এখন পর্যন্ত ২১৪ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। মারা গেছে ১৩ জন। তাই লকডাউন পুরোপুরি মেনে চলার নির্দেশ ও বেশি বেশি পরীক্ষা করার কথা জানিয়েছেন দেশটির কোভিড নাইনটিনের রেসপন্স অফিশিয়াল সিকে মিশ্রা।
সিকে মিশ্রা জানান, ‘আমরা বুধবার পর্যন্ত প্রায় ৫ লাখের বেশি পরীক্ষা করেছি। যদি আপনি তুলনা করেন তাহলে আগের থেকে আমরা পরীক্ষার হার অনেক বাড়িয়েছি। সামনে আরও বাড়বে এবং আমরা এটি অব্যাহত রাখবো। কিন্তু সংখ্যা এভাবে বাড়বে আমরা আশা করি নি।
Leave a reply