ভোলায় প্রথম ২ করোনা রোগী শনাক্ত

|

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা

ভোলা প্রতিনিধি:

ভোলায় প্রথমবারের মতো শিশু সহ দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন রতন কুমার ঢালী।

২১ এপ্রিল মঙ্গলবারে ৩ যুবক ঢাকা থেকে মনপুরা আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম গিয়ে তিনজনের নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে ২ জনের করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও একজনের পজেিটভ আসে বলে জানা যায় মনুপুরা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে।

এদিকে জেলার মানুষদেরকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে ভোলা জেলা
প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, আমরা এতোদিন জনগনকে সচেতন করার পাশাপাশি সতর্কও করেছি যেন কেউ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না বের হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply