জার্মান সরকারের সবুজ সংকেত পেলে আগামী মাসেই দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা শুরু করতে চায় বুন্দেসলিগা কর্তৃপক্ষ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ আছে জার্মান লিগ। তবে এর মধ্যে বুন্দেসলিগার প্রথম দুই সারির ক্লাবগুলো শারীরিক দূরত্ব বজায় রেখে অনুশীলন সেশন শুরু করেছে।
জার্মান ফুটবল লিগ প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান সেইফার্ট জানান, মৌসুম শেষ করতে বেশ তাড়া আছে তাদের। কারণ ব্রডকাস্টারদের কাছ থেকে ক্লাবগুলো তাদের পাওনা পুরোপুরি বুঝে পায়নি।
আর ফুটবলারদের সাথে ক্লাবের চুক্তির মেয়াদও শেষ হবে ৩০ জুন। তাই এর আগেই লিগ শেষ করার পরিকল্পনা করছে জার্মান ফুটবল কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, যদি শেষ পর্যন্ত লিগ পুনরায় মাঠে না গড়ায় তবে স্পন্সরদের কিছু অর্থ ফেরত দিতে হবে তাদের।
Leave a reply