Site icon Jamuna Television

করোনা: চীনে গেল ১০ দিনে কেউ মৃত্যুবরণ করেনি

চীনে গেল ১০ দিনে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।

কোভিড নাইনটিনের উৎপত্তিস্থল চীনে গেল ১০ দিনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারও। সর্বশেষ ১৫ এপ্রিল করোনাভাইরাস আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল দেশটিতে।

গত ১০ দিনে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮৪ জন। এদের বেশিরভাগই চীনের বাইরে থেকে এসেছে। আক্রান্তের হারও নিম্নমুখী গেল কয়েকদিন ধরে। গত ১০ দিনের মধ্যে সর্বোচ্চ ৪৬ জন আক্রান্ত শনাক্ত হয় ১৬ এপ্রিল।

চীনে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩২ জন। আক্রান্ত ৮২ হাজার ৮শ’র বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭৭ হাজারের বেশি।

গত শুক্রবার আক্রান্ত ও মৃতের সংশোধিত তথ্য প্রকাশ করে চীন। যাতে মৃতের তালিকায় যুক্ত হয় ১ হাজার ২৯০ জন। এর ফলে উহানে মৃতের মোট সংখ্যা বেড়ে যায় ৫০ শতাংশের মতো।

Exit mobile version