রঙ্গোলিকে সমর্থনের জেরে অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে মামলা

|

কঙ্গনা ও রঙ্গোলি

রঙ্গোলি চান্দেলের বিতর্কিত বেশ কিছু পোস্টের জন্যে সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে সংস্থার তরফ থেকে। কিছুদিন আগে বিতর্কিট টুইট নিয়ে রঙ্গোলিকে সমর্থন করে একটি ভিডিও পোস্ট করেছিলেন কঙ্গনা রানাউত। এতে তাকে পরতে হলো আইনি বিপাকে। সেই ভিডিওর জন্যই অভিনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছেন মুম্বইয়ের এক আইনজীবী। তার অভিযোগ, এক বোন গণহত্যার কথা বলেছেন। আর অন্য বোন শুধু তাকে সমর্থনই করেনি। সাম্প্রদায়িকতার কথাও তুলেছেন তিনি।

মুম্বইয়ের ওই আইনজীবীর অভিযোগে দাবি করেন, দুই বোন তাঁদের স্টারডমের অপব্যবহার করছেন। তাঁদের ফ্যানবেস, খ্যাতি, ক্ষমতা, ঐশ্বর্যের জোরে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন। হিংসা ছড়ানোর জন্য ক্ষমতার ব্যবহার করছেন তারা।

উল্লেখ্য, ইনস্টাগ্রামে কঙ্গনা রানাউত একটি ভিডিও পোস্ট করেন বলেন, রঙ্গোলি সব মুসলিমদের জঙ্গি বলে মনে করেন না। অভিনেত্রী আরও জানান যে অনেক সোশ্যাল মিডিয়াতেই মুসলিমদের হেয় করে দেখানো হয়, সেইসব সাইট সরিয়ে দিয়ে ভারতের উচিত নিজের প্ল্যাটফর্ম শুরু করা। এর পাশাপাশি কঙ্গনা ভিডিয়ো শেষ করার আগে হাসিমুখে সকলকে ‘‌হ্যাপি লকডাউন’ বলেন।

সূত্র: সংবাদ প্রতিদিন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply