চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

|

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের ঘোষিত সাহরি ও ইফতারের সূচি অনুসারে ঢাকায় প্রথম রোজার সাহরির শেষ সময় রাত ৪ টা ৫ মিনিটে আর ইফতার হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে বৈঠক করেন জাতীয় চাঁদ দেখা কমিটি।

সভায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেন ধর্ম সচিব মো. নুরুল ইসলাম। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে তারাবিহ পড়ানোর আহবান জানান তিনি। আজ ধর্ম মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদিম ও দুই জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন রমজান মাসে মসজিদে এশা ও তারাবি’র নামাজে অংশ নিতে পারবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply