৮ বছরের শিশুকে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের মুখে পাকিস্তানের কাসুর জেলা। বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ গুলি চালালে প্রাণ যায় দুই জনের।
পাঞ্জাব প্রদেশের কাসুরে নির্যাতনের শিকার শিশু জয়নাবের মরদেহ উদ্ধারের পরপরই শুরু হয় বিক্ষোভ। অপরাধীদের কাউকে ধরতে না পারায় বিক্ষুব্ধ জনতা পুলিশ স্টেশন এবং সরকারি ভবনে হামলার চেষ্টা করলে পাল্টালে চড়াও হয় পুলিশ। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ যায় দুই জনের, গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। নিজের বাসার সামনে থেকে ৪ জানুয়ারি অপহরণ করা হয় জয়নাবকে। মঙ্গলকার ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। পুলিশ বলছে, ৪-৫ দিন আগেই শ্বাসরোধ করে হত্যা করা হয় শিশুটকে।
Leave a reply