যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

|

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই করোনা মোকাবেলায় বিশ্বজুড়ে একযোগে টেস্ট কিট-ভ্যাকসিন আর ড্রাগ ছড়িয়ে দেয়ার কর্মযজ্ঞ শুরু করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণঘাতী ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ৯৭ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ।

শুক্রবার বিশ্বজুড়ে করোনায় নতুন করে আক্রান্ত হন রেকর্ড এক লাখের বেশি মানুষ। গেলো ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ছয় হাজার। এ অবস্থায় ভিডিও কনফারেন্সে এমন মহাকর্মপরিকল্পনা ঘোষণা করে জাতিসংঘ ও ডব্লিউএইচও’সহ বিশ্বনেতারা।

কর্মপরিকল্পনায় ধনী-গরীব নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির রোগ শনাক্ত চিকিৎসা ও প্রতিরোধে দু’সপ্তাহের মধ্যে ৮শ’ কোটি ডলার তহবিল সংগ্রহের আশ্বাস দেয় ইউরোপীয় কমিশন। বৈশ্বিক মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এ পদক্ষেপকে ‘মাইলফলক’ আখ্যা দেন নেতারা।

মহামারি নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগে অর্থসহায়তা বন্ধ করার পর কর্মসূচিটি বর্জন করে মার্কিন প্রশাসন। ছোঁয়াচে কোভিড নাইনটিনে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৫২ হাজারের বেশি মানুষ। আক্রান্ত সোয়া ৯ লাখ। যা সারা বিশ্বে তুলনামুলক সর্বাধিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply