বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় সাড়ে ছয় হাজার মানুষের মৃত্যু

|

২৪ ঘণ্টায় নোভেল করোনাভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরও সাড়ে ছয় হাজার মানুষের। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো এক লাখ ৯৭ হাজার। শুক্রবার, নতুন করে আক্রান্ত হয়েছেন, রেকর্ড এক লাখ আট হাজার মানুষ। মোট আক্রান্ত ২৮ লাখের বেশি।

কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় এদিনও সর্বাধিক মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র; মারা গেছেন আরও দু’হাজার মানুষ। দেশটিতে এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৫২ হাজারের বেশি; আক্রান্ত সোয়া ৯ লাখ। যুক্তরাজ্যে নতুন করে মারা গেছেন ৭৬৮ জন। মোট মৃত্যু ২০ হাজার ছুঁইছুঁই। দু’মাসের মধ্যে এদিন সর্বনিম্ন প্রাণহানি রেকর্ড করেছে ইতালি-স্পেন-ফ্রান্স। নতুন করে প্রায় ১২শ’ মৃত্যুর পর, তিন দেশে প্রাণহানি ছাড়িয়েছে ৭১ হাজার। পুরো ইউরোপে এ সংখ্যা এক লাখ ১৭ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply