করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উৎপাদিত কিট সংগ্রহ করেনি সরকার। সকালে কিট হস্তান্তরের জন্য স্বাস্থ্য বিভাগের কোনো প্রতিনিধি না থাকায় শুধু মার্কিন কোম্পানি সিডিসি’কে করোনা শনাক্তকরণ কিট হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডিতে গণস্বাস্থ্যনগর হাসপাতালের অডিটরিয়ামে এই কিট হস্তান্তর করা হয়। তবে সরকারি প্রতিনিধি না থাকায় স্বাস্থ্য অধিদফতরকে কিট দেয়া যায়নি।
হস্তান্তর অনুষ্ঠান থেকে জানানো হয়, প্রথম পর্যায়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কিট দিয়ে পরীক্ষা করা হয়েছে। গণস্বাস্থ্য এন্টিজেন ও এন্টিবডি দুটি সনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করেছে। যে কারণে এখন পর্যন্ত সকল পরীক্ষায় শতভাগ সফলতা পাওয়া গেছে
এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনা আক্রান্ত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহের অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরে করা হয় চূড়ান্ত পরীক্ষা। এরপরেই কিটগুলো হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়। কিটের নাম দেয়া হয়েছে জিআর কোভিড-নাইনটিন ডট ব্লোট র্যাপিড টেস্টিং কিট।
Leave a reply