শ্রীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষােভ

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারে বেতনের দাবিতে এটিএস সোয়েটার কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শনিবার বেলা ১১টার দিকে তারা বিক্ষােভ করে।

লিংকিং সুপারভাইজার হৃদয় ও সুমন জানান, কয়েকমাস যাবৎ কারখানার তিন-চারশ শ্রমিকের বেতন কর্তৃপক্ষ পরিশোধ করছে না। বিভিন্ন সময় তারিখ দিলেও তারা পরিশোধ করছেন না। সবশেষ বিকাশ ও রকেটে দেয়ার কথা বললেও বেতন দিচ্ছে না।

আকলিমা নামের এক শ্রমিক জানান, করোনা আতঙ্কের মধ্যেই আমাদের আয় রোজগার কমে যাওয়ায় খুব কষ্ট হচ্ছে। সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে আমাদের চলতে হচ্ছে। কারখানার কর্তৃপক্ষ একাধিকার সময় নিলেও বেতন পরিশোধ করছেন না। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply