গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৪০ জনের মৃত্যু হয়। আজকের ৯ জন মৃতের মধ্যে ৪ জন পুরুষ ও পাঁচ জন নারী।
এলাকা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকার ভিতরে ৩ জন ও ঢাকার বাইরে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে মারা যাওয়া ৯ জনের বয়সই পঞ্চাশের ওপর।
এদিকে করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ১১৩টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৩০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৯৯৮ জনে।
Leave a reply