ধানক্ষেত থেকে স্কুল শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

|

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে রাসেল রানা নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার) সকালে বাড়ির পাশে ধানক্ষেত থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। রাসেল সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়নের ভোপলা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে এবং বালাপাড়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সন্ধ্যায় রাসেল নিজ বাড়িতেই ছিলো। রাতে সেহেরি খাওয়ার জন্য বাড়ির লোকজন তার শয়নকক্ষে খুঁজতে গেলে তাকে সেখানে পাওয়া যায় নাই। এরপর প্রতিবেশী ও আত্মীয়দের সাথে ফোনে যোগাযোগ করেও রাতে তার সন্ধান কোথাও মিলে নাই। সকালে বাড়ির পাশে একটি ধানক্ষেতে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply