দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানের নারী ক্রিকেটার সানা মীর।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঠ থেকে বিদায় নেয়া হলো না ৩৪ বছর বয়সী সানার।
গত নভেম্বর সবশেষ মাঠে নেমেছিলেন বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তানের হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে সানা মীর খেলেছেন ২২৬ ম্যাচ। অধিনায়কত্ব করেছেন ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত ১৩৭ ম্যাচে।
২০০৫ সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় এই অলরাউন্ডারের। ক্যারিয়ারে ১২০ ওয়ানডে ও ১০৬ টি-টুয়েন্টি খেলেছেন তিনি।
২০১৮ সালে আইসিসির ওয়ানডে বোলার Ranking’য়ে ১ নম্বরে উঠেন সানা। উইজডেনের দশক সেরা নারী অধিনায়ক হওয়ার গৌরবও অর্জন করেন তিনি।
Leave a reply