কোম্পানীগঞ্জের ওসিসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

|

ছবি: ওসি সজল কুমার কানু

সিলেট ব্যুরো:

উৎকোচ নিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও ভারতীয় গরু পাচার করানোর দায়ে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানুসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছেন জেলা পুলিশ।

প্রত্যাহার হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন কোম্পানীগঞ্জ থানার এসআই রাজীব চৌধুরী, এএসআই মাহফুজ ও সিরাজুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

রোববার সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন ওসি সজল কুমার কানুকে প্রত্যাহার করেন। এর আগে অপর এক আদেশে এসআই রাজীব, এএসআই মাহফুজ ও সিরাজুল ইসলামকে প্রত্যাহার করেন। ওসিসহ ৪ জনকেই জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

টাকার বিনিময়ে দেশে অবৈধভাবে ভারতীয় গরু পাচার ও পরিবেশ ধ্বংস করে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে পাথর উত্তোলনের বিষয়ে ওসির বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

পরে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলমকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্য হলেন জেলা গোয়েন্দা শাখার এএসপি মো. আনিসুর রহমান। তদন্ত কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন পেশ করতে নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ প্রশাসন জানান, দীর্ঘ তদন্তের পর প্রতিবেদনের সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply