সৌদিতে প্রতারণার অভিযোগে গ্রেফতার ছয় বাংলাদেশি

|

সৌদি আরবে মোবাইলের সিম কার্ড নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছয় প্রবাসী বাংলাদেশিকে। রিয়াদ পুলিশ সূত্রে নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি। যদিও গ্রেফতার ও ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

সৌদি আরবে সিম কার্ড কেনার ক্ষেত্রে দেশটির নাগরিক কিংবা অভিবাসী- প্রত্যেকের জন্যই পরিচয়পত্র প্রদান বাধ্যতামূলক। গ্রেফতার হওয়া ওই বাংলাদেশিরা নিয়ম ভেঙে পরিচয়পত্র ছাড়াই সিম কেনাবেচা করছিলেন। সিম কেনাবেচায় প্রশাসনের অনুমতিও নেননি তারা।

জানা গেছে, গ্রেফতারকৃতদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। অভিযানের সময় বিভিন্ন টেলিকম প্রতিষ্ঠানের প্রায় ৬শ’ সিম, বিপুলসংখ্যক অজ্ঞাতনামা ব্যক্তির আঙুলের ছাপের প্রিন্ট, পরিচয়পত্রের ছবি, একটি ল্যাপটপ, একাধিক প্রিন্টার আর বারকোড রিডার জব্দ করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply