নওগাঁ প্রতিনিধি:
নিষিদ্ধ চরমপন্থি তথা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পন করা নওগাঁর ৭৩ জনকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। দুপুরে নওগাঁ পুলিশ লাইন্স চত্বরে এ কর্মসুচী পালন করা হয়।
স্বাভাবিক জীবনে ফেরা প্রত্যেককের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান তুলে দেয়া হয়। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা বলেন, সন্ত্রাস ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা ব্যাক্তির পরিবারগুলোকে পূনর্বাসনে সহযোগিতা করছে সরকার। ভবিষ্যতে তারা আবারো যেন বিপথগামী না হয় সে জন্য সার্বক্ষনিক নজরদারী রয়েছে জানান তারা।
অনুদানের টাকা তুলে দেন নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম। এসময় নওগাঁর এনএসআই এর রাজশাহী বিভাগের যুগ্ম পরিচালক জহীর উদ্দিন, নওগাঁর জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a reply