ত্রাণ বিতরণে ভিন্নতা আনলেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। করোনার কারণে এর আগে কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়া মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে মাহমুদউল্লাহ এগিয়ে এলেন ভিন্নভাবেই।
এর আগে মাশরাফি থেকে শুরু করে মোসাদ্দেক পর্যন্ত যে যার সাধ্য মতো ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। তবে এ ত্রাণ বিতরণে ভিন্নতা এনেছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অসহায়-দুস্থদের সম্মান বাড়িয়ে দিতে প্যাকেটগুলোতে ত্রাণের স্থলে ‘উপহার’ লিখে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। নিজ উদ্যোগে নিজের গ্রামের বাড়ি ময়মনসিংহে অভাবী মানুষের জন্য এভাবেই ত্রাণসামগ্রী পাঠিয়েছেন রিয়াদ। সোমবার ব্রহ্মপুত্র কল্যাণ ব্লাড কল্যাণ সোসাইটি মাহমুদউল্লাহ রিয়াদের অর্থায়নে এই উপহার পৌঁছে দিয়েছে।
জানা যায়, সাধারণত অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্ত দিয়ে সেবা দান করে থাকে সংগঠনটি। এবার মহামারী পরিস্থিতে সংগঠনটি করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ দেশের বিভিন্ন প্রান্তরে ত্রাণ বিতরণে ব্যস্ত রয়েছে।
Leave a reply